AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রকাশ্য দিবালোকে কোটচাঁদপুরে মোবাইল শো- রুমের তালা ভেঙ্গে চুরি,১৫ লাখ টাকার ক্ষতি


প্রকাশ্য দিবালোকে কোটচাঁদপুরে মোবাইল শো- রুমের তালা ভেঙ্গে চুরি,১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশ্য দিবালোকে কোটচাঁদপুর একটি মোবাইল শো- রুমের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬.৩০ টার সময় এই চুরির সংগঠিত হয়। এতে করে ১৫ লাখ টাকাার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ভুক্তভোগী দোকান মালিক শিশির আহম্মেদের।

জানা যায়,কোটচাঁদপুর মেইস্ট্যান্ড থেকে বাজার সড়কের পোস্ট অফিস মোড় সংলগ্ন ফোন গ্যালারি নামে মোবাইল শো-রুমটি। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে বেচা কেনা শেষে নগদ টাকা ও মোবাইল ফোন রেখে বাড়িতে যান মালিক শিশির আহম্মেদ। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখতে পান শাটারের দুইটি তালা ভাঙ্গা। এরপর দোকানের ভিতর গিয়ে দেখতে পান শো-রুমে সাজিয়ে রাখা সব মোবাইল ও নগদ টাকার কিছুই নাই। চোরেরা সব নিয়ে গেছে। 

তিনি বলেন,চোরেরা তাঁর শো-রুম থেকে নগদ ৩ লাখ টাকা ও ১২/১৫ লাখ টাকার মোবাইল নিয়ে গেছে। এ ব্যাপার থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তিনি। 

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইদৃর রহমান বলেন,খবর পেযে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে। আগামীকাল মামলা হবে বলে জানিয়েছেন তিনি। তবে কতটাকা চুরি হয়েছে,তাঁর কোন সঠিক তথ্য তিনি জানাতে পারেননি।

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!