"দক্ষ গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় যুব মহিলা ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে যুব দিবসের একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বাউফল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
কর্মসূচিতে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষিত যুব ও যুবমহিলা প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও ঋণের চেক বিতরণ করা হয়।
টেক কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মোঃ রিয়াজ হোসেন খানের সঞ্চালনায়
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে দুই শতাধীক যুবক, যুব মহিলা ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি, আঃ খালেক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ফাতেমা জামান সাদিয়া, যুব প্রতিনিধি, মাহমুদ হাসান রুবেল। আলোচনা শেষে ৫জন সফল উদ্যোক্তার মাঝে ৩লক্ষ টাকার ঋণের চেক এবং প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে সনদ বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :