“দক্ষ যুব গড়বে দেশ, বৈষ্যম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যুব র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার ফারিহা তিলাত, থানার এসআই নাজমুল হক মৃধা, বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির সমন্বয়ক আল ফাহাদ প্রমুখ। সভা শেষে বিভিন্ন পেশায় প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন যুবক যুবতীর মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও ৩০ জনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :