AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমোহনে এইচএসসি-আলিম পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণদের সংবর্ধনা


Ekushey Sangbad
লালমোহন উপজেলা প্রতিনিধি, ভোলা
০৮:৩৬ পিএম, ১ নভেম্বর, ২০২৪
লালমোহনে এইচএসসি-আলিম পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণদের সংবর্ধনা

ভোলার লালমোহন উপজেলায় সাফল্যের সঙ্গে এইচএসসি এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আয়োজনে লালমোহন মডেল মসজিদ হলরুমে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক সুরা সদস্য এইচএম আলাউদ্দিন রাফী।

এ সময় তিনি বলেন, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে। তরুণ প্রজন্ম মেধাবী এবং সুশিক্ষিত হলেই আগামীর বাংলাদেশ হবে সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। এখানে কোনো দলমতের ভেদাভেদ থাকবে না।

ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলার সভাপতি মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলার সহ-সভাপতি মাওলানা মো. জামাল উদ্দিন, লালমোহন মডেল মসজিদের খতিব মাওলানা নেসার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মো. মুসা কালিমুল্যাহ এবং ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ রাতুলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!