জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে কালীগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.ইমাম রাজী টুলু। এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বর্ণাঢ্য সমবায় র্যালী উপজেলা চত্তর হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, তুমলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট এর সিইও ষ্টিফেন রোজারিও, তুমলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট এর নবনির্বাচিত চেয়ারম্যান রিংকু লরেন্স গমেজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রধান, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :