সমবায় গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে৫৩ তম সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে বাগেরহাট জেলাকালেক্টরেট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপরে একটি রেলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় সামনে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
জেলা সমবায় কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস, জেলা সমবায় ব্যাংকের সহ সভাপতি সাংবাদিক ইয়ামিন আলী, বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত সুব্রত কুমার সরদার, বাগেরহাট কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন সহ আরো অনেকে।
পরে জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নত জাতের গাভী পালনের জন্য কুলসুম বেগম, সাকিরা বেগম, শংকরি বিশ্বাস, শোভা রাণী বিশ্বাস, ও সম্পা রাণী বিশ্বাসকে এক লাখ করে পাঁচ লাখ টাকার ঋণের চেক হাতে তুলে দেন প্রধান অতিথি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :