ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রহস্যজনক এক বৃদ্ধার মরদেহ মিলেছে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশে খালে। এমন ঘটনাটি ঘটে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামে।
নিহত বৃদ্ধা গোয়ালবেড়া গ্রামের মৃত্যু জমির শিকদারের ছেলে সরোয়ার হোসেন(৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিহত সরোয়ার রাতের খাবার খেয়ে বের হয়ে আর ফেরেননি। নিখোঁজের দুইদিন পর শনিবার সকালে বাড়ির পাশে একটি খালে একটি মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে স্থানীয়রা সরোয়ারের মরদেহ বলে সনাক্ত করেন।
এ ঘটনায় তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই)রিফাত উদ্দিন জানান, এলাকাবাসী ও নিহতের মেয়েরা জানিয়েছেন নিহত সরোয়ার নেশাগ্রস্ত মানসিক ভারসাম্যহীন লোক ছিলেন। পরিবারের লোকজনদের কথায় সন্দেহ হলে এবং নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়ায়, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের বড় মেয়ে শারমিন আক্তার জানান, তার বাবা নেশা করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। রাতের খাবার খেয়ে বের হয়ে বাড়িতে আর ফিরে আসে নাই,তাদের ধারণা খালের উপর বাসের সাঁকো ছিল সেই সাঁকো পার হতে গিয়ে পড়ে গিয়ে আর উঠতে পারেন নাই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নাই পরে শনিবার সকালে খালে পাওয়া গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :