AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


Ekushey Sangbad
জুড়ী উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজার
০৬:০৯ পিএম, ২ নভেম্বর, ২০২৪
জুড়ীতে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুড়ী উপজেলায় ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪‍‍` অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) জুড়ী উপজেলার তিনটি কেন্দ্র জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা ও ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর মোট ৯৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর কর্মপরিষদ ও শুরা সদস্য ও বড়লেখা- জুড়ী আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের প্রিন্সিপাল মামুনুর রশীদ, জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর আমীর হাফিজ মাওলানা তাজুল ইসলাম, জুড়ী উপজেলা আমীর হাফিজ নাজমুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সুরমান, মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী শাখাওয়াত হোসাইন, আল ফালাহ ইসলামিক একাডেমি গোয়ালবাড়ি ক্যাম্পাসের প্রধান শিক্ষক মাওলানা লোকমান হোসাইন, জুড়ী ক্যাম্পাসের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা চেয়ারম্যান আলম হোসাইন, জুড়ী উপজেলা পরিচালক জুয়েল আহমদ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ। 

কিশোরকন্ঠ পাঠক ফোরাম জুড়ী উপজেলার পরিচালক জুয়েল আহমদ বলেন, পড়ালেখার পাশাপাশি জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও সাহসী হওয়ার জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে নানাবিধ প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। 

অভিভাবকরা বলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরামের এরকম মেধা ভিত্তিক প্রতিযোগিতার ফলে শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নসহ পড়ালেখায় আরো মনোনিবেশ বাড়বে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!