ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মলম পার্টির খপ্পরে পড়ে এক কিশোর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে চিকিৎসক জানান।এমন ঘটনাটি ঘটে শনিবার দুপুরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই কিশোর পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার সলিথা গ্রামের সাহিরুজ মাতুব্বরের ছেলে সোহান মাতুব্বর(১৬)।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রচেষ্টা গাড়ি হতে এক কিশোরকে অচেতন অবস্থায় পরিচয় বিহীন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন রেখে যায় । পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন। বিকাল ৩ টা পর্যন্ত তার কোন খোজ মেলে নাই। সে বিছানায় ছটফট করতে থাকে।
এদিকে সোহানের মা হন্যে হয়ে খোঁজেন তার ছেলেকে।ফেসবুকে ছেলের খবর শুনে হাসপাতালে দৌড়ে ছেলের সন্ধান পান।
এ বিষয়ে সোহানের মা আন্না বেগম বলেন,আমার ছেলে সোহান ঢাকার আব্দুল্লাহপুরে আমার ভাস্তি জামাইয়ের দোকানে গ্রিলের কাজ শিখেন। কয়েক দিন ধরে সোহান জ্বরে ভুগছিল। জ্বর নিয়ে সোহানকে আজ শনিবার(২রা নভেম্বর) সকাল সাড়ে সাতটায় সোহানের ভগ্নিপতি সোহানকে প্রচেষ্টা গাড়িতে তুলে দেন। বাড়িতে ফেরার কথা সোহানের এগারোটার মধ্যে। সময় মতো বাড়ির না ফেরায় সোহানের মা আন্না বেগম ছেলের জন্য ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে দুপুর গড়িয়ে গেলে সোহানের মা ছুটে আসেন ভাঙ্গা বাস স্টান্ডে। বাসস্ট্যান্ডের লোকজন তাকে ফেসবুকে একটি ছেলে মলম পার্টির খপ্পরে পড়েছেন বলে জানতে পেরে তাকে হসপিটালে পাঠান। হসপিটালে এসে তার ছেলে অস্তিত্বের অবস্থায় মেঝেতে নিস্তব্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। তখন ভাঙ্গা হাসপাতালের চিকিৎসকরা দ্রুত রিফার্ট করে দেন।
আন্নার মা জানান ছেলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ ঘটনায় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স এনি জানান, সম্ভবত ছেলেটি মলম পার্টির খপ্পরে পড়েছে, ছেলেটিকে আমরা চিকিৎসা দিয়েছি এখনো পর্যন্ত জ্ঞান ফেরেন। তারুণ্য তোর চিকিৎসার জন্য আমরা ফরিদপুরে রিফার্ট করেছি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :