ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফ্যাসিবাদী আওয়ামীলীগ নেতাদের নিয়ে পালন করা হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪। আওয়ামীলীগ নেতাদের সমবায় দিবসের র্যালী ও আলোচনা সভায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাঝে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কাউকেও আমন্ত্রন জানানো হয়নি। আমন্ত্রন জানানো হয় পরাজিত ফ্যাসিবাদি আওয়ামীলীগের অনুসারীদের। আলাচনা সভার মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ও সহকারী কমিশনার(ভুমি) ইসফাকুল কবীরের পাশে বসে থাকতে দেখা যায় উপজেলার কোষারনিীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজ করনী, এক সময়ের আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দীন, আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী ওমর ফারুক সহ অন্যদের। ঐ সভা তারা বক্তৃতাও করেন। আওয়ামীলীগ নেতাদের সমবায় দিবসের র্যালী ও আলোচনা সভায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন প্যাসিষ্ট আওয়ামীলীগের দোসরা এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছেন। সুযোগ বুঝে পুর্নবাসন করার চেষ্টা করছেন আওয়ামীলীগ নেতাদের।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকীব আহমেদ সোহান বলেন, তাদের আমন্ত্রন জানানো হয়নি। অথচ আওয়ামীলীগ নেতাদের মঞ্চে দেখা যাচ্ছে। প্রশাসন এখনো আওয়ামীলীগকে ছাড়তে পারছেন।
উপজেলা সমবায় অফিসার আহম্দে হোসেন বলেন, আমিও চাই আওয়ামীলীগ যেন না আসে। কিন্তু তারা সমবায় সমিতির সাথে জড়িত এ জন্য ডাকা হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম কোন মন্তব্য করতে রাজি হননি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :