ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিপ্লব (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত বিপ্লবের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। সে গত ১ নভেম্বর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়।
নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ রোগী। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন। রবিবার (৩ নভেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, ডেঙ্গুতে এ পর্যন্ত ফরিদপুরে ১০১৭ জন আক্রান্ত হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২৩ জন। মৃত্যু হয়েছে তিন জনের।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা মুমুর্ষূ অবস্থায় ফরিদপুরে ভর্তি হয়। তবে তারা সঠিক সময় চিকিৎসা নিলে হয়তো সুস্থ হয়ে যেতো। কোনও রোগীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘আমরা জেলার প্রতিটি ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছি ডেঙ্গু প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার। পাশাপাশি মানুষকে সচেতন করতে মাইকিং এবং লিফলেট বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরেও আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও সেমিনার করছি।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :