লালমনিরহাটে প্রথমবারের মত মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ(এমটিপি) এর জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে লালমনি প্যাথলজির তাপস চন্দ্র সভাপতি ও খোদেজা ক্লিনিক এন্ড ডায়গনিকসেন্টারের এম এইচ কাজলকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার(২ নভেম্বর) রাতে লালমনিরহাটের মুনস্টার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী দুই বছরের জন্য ২৪ সদস্য বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
রজনীগন্ধা ইন্টারন্যাশনালের সহযোগীতায় মেডিকেল টেকনোলজিস্ট এনামুল হকের সভাপতিত্ব এবং আর আই শাওনের সঞ্চালনায় এমটিপির এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ ভোলানাথ ভট্টাচার্য্য, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম সরকার এবং লালমনিরহাট সদর হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ কাশেম আলী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটি ঘোষনা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে তাপস চন্দ্র রায় সভাপতি, এনামুল হক সিনিয়র সহসভাপতি , রাসেল ও মনিরুজ্জামান মনির সহসভাপতি, এইচএম কাজল সাধারণ সম্পাদক, রাজীব হোসেন ও রেজাউল করিম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রশীদ সাংগঠনিক সম্পাদক, মাসুদ রানা সহসাংগঠনিক সম্পাদক, গোলাম মুসাইব দপ্তর সম্পাদক, মনিরুজ্জামান মিলু সহ-দপ্তর সম্পাদক, গোলাম রব্বানী অর্থ বিষয়ক সম্পাদক, সুজন কুমার রায় প্রচার ও প্রকাশনা সম্পাদক, তৌহিদুর রহমান সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, আয়েশা সিদ্দিকা মহিলা বিষয়ক সম্পাদক ও গোপাল চন্দ্র রায় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য পদে রায়হানুল ইসলাম শাওব, জিয়াউর রহমান জিয়া, নিশিতা রায়, সুমন চ্যাটার্জী, দীপক রায়, আসাদুল হক, রুম্মন হাবীব কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
আগামী দুই বছরের জন্য মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ(এমটিপি) লালমনিরহাট জেলা কমিটির উপদেষ্টা মন্ডলী হিসেবে লালমনিরহাট সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জাহেদুল ইসলাম, মোজাফফর হোসেন, ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল ইসলাম, লামিয়া ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহীন আলম রয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :