নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপটকে উপেক্ষা, ইতিহাসকে বদলে ফেলার অপচেষ্টা করা এবং নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে অসম্মান ও তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখা প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শনিবার (২ নভেম্বর) রাতে জুড়ী মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার। নিসচার ইতিহাস বদলে ফেলার অপচেষ্টা, বৈষম্যমূলক আচরণ ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন কে অবমূল্যায়নের সমালোচনা করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি জানান।
নিসচার ইতিহাস বদলে ফেলার অপচেষ্টা ও ইলিয়াস কাঞ্চন কে অবমূল্যায়নের প্রতিবাদে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন শান্ত, অর্থ সম্পাদক জসীম উদ্দিন প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :