কালীগঞ্জে কৃষকদের মাঝে রাজস্ব খাতের আওতায় বিনা মূল্যে বোর ধানের বীজ পৌছে দিচ্ছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বোর ধানের বীজ সরবরাহ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম। কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে ফসলের প্রদর্শনী ও ফলোআপ প্রকল্পের আওতায় বক্তারপুর ইউনিয়নের ৪০ জন কৃষকদের মাঝে বিনা মূল্যে বোর ধানের বীজ প্রদান করা হয়। পর্যায় ক্রমে উপজেলার ১৩০ জন কৃষকের মাঝে এই বীজ বিনা মূল্যে প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এটি শুধুমাত্র কৃষি উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষি অর্থনীতির শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে। এসময় কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :