AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি মামলা দায়ের


শেরপুরে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি মামলা দায়ের

সড়কে শৃঙ্খলা ফেরাতে ৩ নভেম্বর রোববার দিবাগত মধ্যরাতে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ও লাইসেন্স না থাকায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে৷


অভিযানে ৩০টি মামলার মধ্যে ১৬টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ১৪টি মোটরসাইকেলের চালককে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি করে।অভিযানে প্রায় ৩০টি গাড়িকে জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান,সেনাবাহিনীর নেতৃত্বে শেরপুরে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসান, ট্রাফিক পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!