AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাথরুমের বালতির পানিতে পড়ে কোটচাঁদপুরে শিশুর মৃত্যু


বাথরুমের বালতির পানিতে পড়ে কোটচাঁদপুরে শিশুর মৃত্যু

বাথরুমের বালতির পানিতে পড়ে ১৭ মাস বয়সি আফিয়া বিনতে জনি মারা গেছেন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের খাঁ পাড়ার জনি খানের মেয়ে। 

প্রতিবেশী ইয়াদুল খাঁ বলেন,সোমবার দুপুরে মাম দুহা বিনতে জনি(০৩) ও আফিয়া বিনতে জনি ঘরের বারান্দায় খেলছিল। খেলতে খেলতে এক সময় সে বাথরুমে চলে যায়। 

এরপর বাথরুমে থাকা বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষন পর তাঁর মা সোহানা খাতুন বড় মেয়ের কাছে জিজ্ঞাসা করেন  আফিয়ার কথা। বড় মেয়ে বলেন বাথরুমে দিকে গেছেন।  

এরপর তাঁর মা বাথরুমে গিয়ে দেখতে পান বাথরুমের বালতির পানিতে পড়ে আছে। এ সময় স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে দেখে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন স্বজনরা। 

মাম দুহা বিনতে জনি ও আফিয়া বিনতে জনি কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের খান পাড়ার জনি খানের মেয়ে। 

এ দিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় অপমৃত্যুর মামলা হয়নি। তবে জিডি হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি  কবির হোসেন মাতুব্বর। তিনি বলেন, মানবিক ব্যাপার। এছাড়া তারা কোন লিখিত ভাবে কিছু জানাননি। এ কারনে থানায় জিডি করে রাখা হয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!