AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
দুর্ঘটনায় আহত ২০

কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কুমিল্লা
০১:১০ পিএম, ৫ নভেম্বর, ২০২৪
কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

কুমিল্লা জেলার দেবীদ্বারে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রি-মুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯ টায় কুমিল্লা -সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে চার ঘণ্টার বেশি সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনায় আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে ও থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টায় কুমিল্লা সিলেট মহাসড়কের দেবীদ্বার চরবাকর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কুমিল্লা অভিমুখী একটি ট্রাক চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। থেমে গেলে পেছন থেকে ধাক্কা লেগে একটি লরির সামনের অংশ চুরমার হয়ে যায়। পরে লরির পিছনে আসা রয়েল সুপার কোচ নামে যাত্রীবাহী এসি বাস ধাক্কা খেয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে বাসে থাকা কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর থেকে মহাসড়কের উপর ট্রাক ও লরিটি পরে থাকায় ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। স্থানীয়রা জানান, চার ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী মো. নবী হোসেন জানান, বাস ট্রাক লরির ত্রিমুখী সংঘর্ষের কারণে কুমিল্লা সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বাসে যাত্রীরা বেশি আহত হয়েছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

মিরপুর হাইওয়ে ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন জানান, বড় রেকার ছাড়া এই ট্রাক-লরি সরানো সম্ভব নয়। ময়নামতি থানা থেকে রেকার এসে এসব যানবাহন সরালে সড়কে যান চলাচল শুরু হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!