বৈষম্য বিরোধী ছাত্রদের ও অন্তর্বর্তীকালীন সরকারকে `টোকাই`, অভদ্র, বেয়াদব বলার কারণে গ্রেফতার হওয়ার আতঙ্কে দেশ ছেড়ে হল্যান্ড চলে গেছেন জুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এম এ মোঈদ ফারুক।
সোমবার (৪ নভেম্বর) হল্যান্ড সময় দুপুর ১ টায় তিনি সেখানে পৌছেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এম এ মোঈদ ফারুকের নিকটাত্মীয়ের কাছ থেকে জানা যায়- গত শনিবার বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্রদের ও অন্তর্বর্তীকালীন সরকারকে `টোকাই`, অভদ্র ও বেয়াদব বলার কারণে অফলাইন এবং অনলাইনে বেশ সমালোচনার ঝড় ওঠে।
তখন উপজেলা বিএনপির পক্ষ থেকে মোঈদ ফারুকের বক্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো হয়। যেকোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন এমন তথ্য লোকমুখে ছড়িয়ে পড়ার কারণেই তড়িঘড়ি গড়ে দেশ ছেড়ে হল্যান্ড চলে যান আওয়ামী লীগ নেতা মোঈদ ফারুক।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :