কালীগঞ্জে প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি ও প্রশাসনের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার জরিমানা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
আসামীরা হলেন দোলান বাজার এলাকার রাসেল পোল্ট্রির মালিক আলী আজগরের পূত্র রাইসুল ইসলাম (৩০), মামা ভাগিনা ষ্টোরের মালিক ও মৃত মহাব্বত আলীর পূত্র আব্দুল জলিল(৫২) এবং সুমন ট্রেডার্সের মালিক মৃত মনির উদ্দিনের পূত্র ফজলুল হক(৫৮)। তিন ব্যবসায়ীকে তিন মালায় মোট চার হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
এসময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :