ময়মনসিংহের নান্দাইলে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন জায়গায় অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর )উপজেলা প্রশাসনের উদ্যোগে নান্দাইল চৌরাস্তায় অবৈধ দখলদারদের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এতে প্রায় ২.০০ একর জায়গা দখল মুক্ত হয়।
উচ্ছেদ কার্যক্রমে সড়ক ও জনপথ বিভাগ, নান্দাইল মডেল থানা সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল জানান,চলমান উচ্ছেদ অভিযান আরও জোরদার করা হবে। উচ্ছেদ অভিযানের পর কেউ নতুন করে ঘর নির্মানের চেষ্ঠা করলে মামলাসহ আইনুানগ ব্যবস্থা গ্রহন করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :