গাজীপুরে ফ্লাটের ভেতর থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন: সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহানগরের কাশিমপুরের মাধবপুর উত্তরাপাড়া এলাকার স্থানীয় রেজাউল ইসলামের চারতলা ভবনের একটি ফ্লাটে ভাড়া থাকতেন নিহত কারখানা শ্রমিক সুফিয়ান ও রাসেল। ওই বাসা থেকে কিছু দূরেই নাবিস্কো ফুড প্যাকেজিং কারখানায় ওই দুই শ্রমিকসহ অল্প কয়েকজন কাজ করতেন।
মঙ্গলবার সকাল থেকে সুফিয়ান এবং রাসেল কাজে না যাওয়ায় কয়েকবার কারখানা থেকে তাদের মুঠোফোনে ফোন করলে বন্ধ পাওয়া যায়। পরে রাত ১০ টার দিকে কারখানা থেকে বাড়ির কেয়াটেকার শাহজাহান বকুলকে ফোন করে তাদের খোঁজ নিতে বলা হয়। পরে রাতে শাহজাহান চারতলায় গিয়ে দেখেন তাদের ফ্লাটের দরজা খোলা, ভিতরে গিয়ে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তাদের ফ্লাটে প্রচুর সিগারের প্যাকেট ও নেশা খাওয়ার সামগ্রী পাওয়া গেছে। এছাড়া আরও কিছু আলামত থেকে পুলিশ ধারণা করছে-নেশা অথবা জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে দুর্বৃত্তরা তাদের পা বেঁধে গলাকেটে হত্যা করে ফেলে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :