AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৪:৪৭ পিএম, ৬ নভেম্বর, ২০২৪
গাইবান্ধায় পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন

গাইবান্ধা জেলা পরিষদের ডাকবাংলার পেছনে শতবর্ষি পুকুর ভারাট করে স্থাপনা নির্মান এবং পরিবেশের ক্ষতি করে গাছ কাটার অপ-তৎপরতা রুখে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মানুষ। 

আজ বুধবার (৬ নভেম্বর ) সকালে  নাট্য সংস্থার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন,  জেলা শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা, ব্যাক্তি মালিকানাধীন পুকুর গুলো ভরাট করে বাড়ী-ঘর এবং ব্যাবসা প্রতিষ্ঠান নির্মাণ করার কারনে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। কোথাও অগ্নিকান্ড ঘটলে নিভানোর জন্য পানির উৎস পর্যন্ত থাকছেনা। এরকম একটি বাস্তবতায় জেলা পরিষদের ডাকবাংলোর পেছনের শতবর্ষী পুকুর ভরাট করে মার্কেট এবং অডিটোরিয়াম নির্মাণ করার পরিকল্পনা জেলাবাসীর জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। অথচ সেই অর্থের লোভে বেআইনি পথে এমন আত্মঘাতী সিদ্ধান্তই নিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।

তাই অবিলম্বে পুকুরের উপর স্থাপনা নির্মানের কাজ বন্ধ করে মাটি খুরে পুকুরটি পূর্বের অবস্থানে ফিরিয়ে আনাসহ গাছ কাটার পরিকল্পনা বাতিল করার আহবান জানান বক্তারা।

শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলন কমিটি গাইবান্ধার আয়োজনে ওয়াজিউর রহমান র্যাফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন,আমিনুল ইসণাম গোলাপ,এ্যাড. সিরাজুল ইসলাম বাবু,মন্জুরুল ইসলাম মিঠু,নিলুফার ইয়াসমিন শিল্পি সহ অন্যারা।

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!