AB Bank
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালে পাগলা শিয়ালের কাণ্ড, কামড়ে আহত ৪


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৫:৪০ পিএম, ৬ নভেম্বর, ২০২৪
ঘোড়াশালে পাগলা শিয়ালের কাণ্ড, কামড়ে আহত ৪

নরসিংদীর পলাশ উপজেলার রাস্তা, বাড়ির উঠান ও ফসলের মাঠে ঘুরে বেড়াচ্ছে পাগলা শিয়াল, যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এতে তিন নারী ও এক পুরুষসহ চারজন আহত হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ডের করতেতৈল গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে একই এলাকার হবি মিয়া, শামসুদ্দিন ও ইসলামের তিনটি গোয়ালে ঢুকে একাধিক গরুকে কামড়ে আহত করে পাগলা শিয়াল।

আহতরা হলেন, করতেতৈল দক্ষিণপাড়া গ্রামের মৃত সাফাজ উদ্দিনের স্ত্রী জোবেদ খাতুন (৬২), মৃত আব্দুস সালামের স্ত্রী হারেজা বেগম (৬০),  নরসিংদী সদর উপজেলাী আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রামের তমিজ উদ্দিন (৫৬) ও কামরুন্নাহার (৩০)।

আহত তমিজ উদ্দিন ও স্বজনরা জানান, আজ সকালে সাড়ে ৮ টার দিকে করতেতৈল গ্রামের দক্ষিণপাড়ার নিজ ফসলের মাঠে কাজ করছিলেন তমিজ উদ্দিন ও কামরুন্নাহার। পরে হঠাৎ করে পাশের জঙ্গল থেকে একটি পাগলা শিয়াল এসে তাদের দুজনকে কামড়ে ধরে। এসময় তাদের চিৎকারে অন্যান্যরা এগিয়ে গেলে শিয়াল পালিয়ে যাওয়ার সময় জমির পাড়ে দাঁড়িয়ে থাকা হারেছা বেগম নামে এক নারীকেও কামড়ে ধরে। 

তারা আরও জানায়, সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামের জোবেদা খাতুন নামে  আরও এক নারীকে অন্য আরেকটি পাগলা শিয়াল বাড়ির উঠানে কামড়ে ধরে। পরে পৃথক ঘটনাস্থল থেকে স্বজনরা আহত তিন নারীসহ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে নরসিংদী সদর হাসপাতালের আর এম ও মাহমুদুল বাশার কমল জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হওয়া ৪ জনকে হাসপাতালে আনা হলে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরে তাদের চিকিৎসা শেষে স্বজনরা তাদের বাসায় নিয়ে যায়।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!