AB Bank
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে কোরআন অবমাননা করায় যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
বানারীপাড়া প্রতিনিধি, বরিশাল
০৫:৫৬ পিএম, ৬ নভেম্বর, ২০২৪
উজিরপুরে কোরআন অবমাননা করায় যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বরিশাল উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র কোরআন শরীফ অবমাননা ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রবিউল সরদারের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে । 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় গুঠিয়া বন্দরে বরিশাল-বানারীপাড়া সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল  করা হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পবিত্র আল-কোরআন ও শিক্ষকদের অবমাননা করায় যুবদল নেতা রবিউল সরদারকে  গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলেও তারা হুশিয়ারি দেন। এদিন বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষার্থীরা, স্মারক লিপি প্রদান করে। প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সকালে উপজেলার গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষক ও অভিভাবক সদস্যদের সভা চলাকালীন সময়ে ম্যানেজিং কমিটির সদস্য রবিউল সরদার অফিস কক্ষের টেবিলের উপর লাফ দিয়ে উঠে বসে পড়েন। ওই টেবিলের উপর  পবিত্র কোরআন শরীফ রাখা ছিলো। 

এ ব্যপারে গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন, অভিভাবক সদস্য ও শিক্ষকদের নিয়ে আমার অফিস কক্ষে মিটিং করছিলাম। ওই মুহূর্তে ম্যানেজিং কমিটির সদস্য রবিউল সরদার এসে টেবিলের উপর লাফ দিয়ে উঠে বসেন। ওই স্থানে কোরআন শরীফ রাখা ছিলো। এছাড়া মিটিংয়ে উপস্থিত শিক্ষকসহ সবার সঙ্গে তিনি খারাপ আচরণ করেন। অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল সরদার জানান, তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, তাকে না জানিয়ে মিটিং করা হয়। তাই তিনি রাগান্বিত হন এবং চেয়ার খালি না থাকায় টেবিলের উপরে বসেন। তবে কোরআন শরিফ অবমাননা করেননি। 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন,তদন্তপূর্বক এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি)  আব্দুস সালাম জানান, এ ব্যপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!