AB Bank
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াঘাটে নদীতে গোসল করতে গিয়ে ইন্দোনেশিয়া নাগরিক নিখোঁজ


ঘোড়াঘাটে নদীতে গোসল করতে গিয়ে ইন্দোনেশিয়া নাগরিক নিখোঁজ

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিক ফাইজার রহমানের (৪৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর ফায়ার সেন্টারের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নিখোঁজ ফাইজার রহমানের লাশ উদ্ধারের চেষ্টা চালায়।

স্থানীয় লোকজনের বরাত থেকে জানা যায়, ইন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান তাবগিগ জামাতের সঙ্গে উপজেলার কুলানন্দপুর এলাকার উত্তরপাড়া জামে মসজিদে কয়েক দিন আগে এসেছিলেন। সকালে তাবলিগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ফাইজির নিখোঁজ হয়ে যায়। পরে গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। নিখোঁজ বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া না গেলে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে ওই বিদেশি নাগরিকের লাশ নদী থেকে উদ্ধার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নাজমুল হক বলেন, নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তাবলীগ জামাতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!