AB Bank
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


শেরপুরে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেরপুর জেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷আজ ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। 

এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্রাম হোসেন, সহকারি শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আজমেরী, শ্রীবরদী চরহাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফরাস উদ্দিন,ঝিনাইগাতী ঘাগড়া পুটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মোঃ আলমগীর হোসাইন,শিক্ষার্থীদের অভিভাবক মোঃ আনোয়ারুল আলম, পুরস্কারপ্রাপ্ত শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি শিক্ষার্থী রোদসী হাসান, শ্রীবরদী গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসনীম আহম্মেদ দিয়া প্রমুখ। 

এসময় বক্তারা শিক্ষার মানন্নোয়নে নানা দিক তুলে ধরেন। পরে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।প্রতিযোগিতা অনুষ্ঠানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ২৭ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!