দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডির আলোকে কর্মশালা করা হয়।
এই কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার সাহা। কর্মশালায় দুর্যোগ ঝু্কি কিভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত কুমার, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, আইসিটি কর্মকর্তা মাসুদ হাসান ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান প্রমুখ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :