AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০১:২৩ পিএম, ৭ নভেম্বর, ২০২৪
বাউফলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিত (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরোকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীর বাউফলে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকালে স্থানীয় পাবলিক মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলার সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওঃ মুহাঃ সিরাজুল ইসলাম।

 প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিল্পবের মাধ্যমে একজন সৈরশাসকের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। তিনি অন্তর্বর্তিকালীন সরকারের কাছে দাবী জানান, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। দেশ থেকে সকল ষড়যন্ত্র, দুর্নীতি ও সন্ত্রাস দূর করতে হবে। বিগত হাসিনার সরকারের আমলে দেশে কোন ভোটারধিকার ছিল না। জনগণ যাতে ভোট দিতে পারে তার নিশ্চিত করতে হবে। ৫ আগষ্ট ছাত্র-জনতার সাথে ইসলামী আন্দোলনের কর্মীদের অবদান কম ছিলনা। জামাতয়াত–বিএনপির বড় মাপের নেতাদের কোন অবদান ছিলনা।

 তিনি আরো বলেন, দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিতে আহবান জানান। ইসলামী আইন ছাড়া দেশে কেহ শান্তি দিতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে হাত পাকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!