কুষ্টিয়ার মিরপুরে পাঁচ দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা ও পঁচা খাদ্য দ্রব্যসামগ্রী সংরক্ষণ করার অপরাধে ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে পাঁচ দোকানীকে ১২ হাজার জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া মিরপুর বাজার ঈগল চত্বরে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল অভিযানে নেতৃত্ব দেন।
এসময় তিনি জানান, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কয়েকদিন আগের পঁচা বাসি নোংরা খাবার ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অপরাধে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭-৩৮ ও ৪৩ ধারায়, হোটেল, মুদি ষ্টোর,ফলের দোকান, বেকারীসহ মোট পাঁচটি দোকানে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি জানান, অভিযানের খবর পেয়ে কিছু দোকানী দোকান বন্ধ করে পালিয়ে যান।
এ সময় স্যানেটারী ইন্সপেক্টর সেলিনা আক্তার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :