AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাই বলায় ক্ষেপে গেলেন হরিরামপুর শাখার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার


ভাই বলায় ক্ষেপে গেলেন হরিরামপুর শাখার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার

মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার কে ভাই বলে ডাক দেওয়ায় গ্রাহকের সাথে অসদাচরণ ও ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সেকেন্ড ম্যানেজারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী গ্রাহক সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদকে বলছেন, এখন আপনাদের ভাই বলা যাবে না? স্যার‍‍`ই বলতে হবে? প্রতি উত্তরে আবুল কালাম আজাদ বলছেন, ভাই বলা যাবে না স্যার বলবেন। আপনি ভদ্রতা দেখান। গ্রামীণ ব্যাংকের সবাইকেই স্যার বলতে হবে। ভুক্তভোগীর প্রশ্ন কেনো? প্রতি উত্তরে আজাদ আবার বলেন, বলতে হবে এটাই নিয়ম। এটা সবাই বলে। পরে গ্রাহক পালটা প্রশ্ন করলে, তিনি বলেন আপনি এতো বার্গেটিং করেন কেনো। আপনার কোন সম্পর্কের ভাই উনি (ম্যানেজার)। পরে ভুক্তভোগী গ্রাহকের দিকে আঙ্গুল তুলে কথাবার্তা সাবধানে বলার হুমকি দেন। পরে গ্রাহক আঙ্গুল নামাতে বললে, আবুল কালাম আজাদ গ্রাহক কে মারতে উদ্যত হন।

ভুক্তভোগী উপজেলার ঝিটকা এলাকার মিষ্টি ব্যবসায়ী সমর সন্ন্যাসীর ছেলে সুব্রত সন্ন্যাসী জানান, গতকাল দুপুরে একটা চেক নিয়ে ব্যাংকে গেছি টাকা ওঠাতে। পরে তারা আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বলতেছে আগামীকাল আসার জন্য। তখন আমি, ম্যানেজার কে বলি কালকে কখন আসবো। এটা বলার পরেই সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং আমাকে ভাই বাদ দিয়ে স্যার বলে সম্বোধন করতে বলেন। তখন আমি তাকে কয়েকটা প্রশ্ন করলে সে আমার দিকে আঙ্গুল তুলে এবং আমাকে মারতে উদ্যত হয়ে আমাকে ব্যাংক থেকে বের করে দেন। সাথে আমার মোবাইল টাও কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আমি পুরো ঘটনাটি ম্যানেজার কে জানালেও, তিনি এর কোন প্রতিকার করেনি।

এবিষয়ে মুঠোফোনে অভিযুক্ত গ্রামীণ ব্যাংকের ঝিটকা হরিরামপুর শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আমি ম্যানেজার স্যারকে ভাই না বলে শুধু স্যার বলতে বলছি ওনাকে। এতটুকুই এর বেশি কিছু নয়। সে যে ভিডিও করছে এবিষয়েও আমি অবগত ছিলাম না। তার হাত থেকে মোবাইল আমার টেবিলে পরে গেছে আমি মোবাইল কেড়ে নেইনি।

আর ম্যানেজার অদ্বৈত কুমার মৃধা বলেন, স্যার বলার কোন বাধ্যবাধকতা নেই, তবে প্রত্যেকটা অফিসের একটা প্রটোকল অনুযায়ী সবাই ওটা মেইনটেইন করে। আর তাদের দুজনের সাথে আগের কোন ঘটনার জেরে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে থাকতে পারে। এটি নিয়ে আমি সেকেন্ড ম্যানেজারের সাথে কথা বলেছি। উনি বিষয়টি একটু মিস আন্ডারেস্টিং করেছে। সে নিয়ে আমার কাছে তিনি অনুতপ্ত শিকার করেছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!