১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী চিন্তাধারার লোকদের নিয়ে জাতীয়তাবাদী উলামা দল গঠন করেন। নব্বইয়ের দশকে সংগঠনের প্রথম সম্মেলনে মাওলানা এসএম রুহুল আমিনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
তারই ধারাবাহিকতায় টাংগাইলে ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এর আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।
গতকাল বিকেরে জামিয়া আরাবিয়া ধনবাড়ী বাজার মাদ্রাসার হলরুমে মাওলানা মোহাম্মদ আবু সাঈদ ( শাহীন) কে আহবায়ক ও মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম কে সদস্য সচিব করে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি, এস এমএ ছোবাহান, মো: রফিকুল ইসলাম (স্বপ্ন) সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি মো: হযরত আলী জীবন আহবায়ক জাতীয়তাবাদী যুবদল ধনবাড়ী পৌর শাখা,মো: মেহেদী হাসান লিটন সদস্য সচিব ধনবাড়ী পৌর যুবদল,রাশিদুল হাসান প্লাবন, সদস্য সচিব, ধনবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দল,সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এমএ ছোবাহান বলেন, ৩০ সেপ্টেম্বর ১৯৭৯ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামের মহাবানী ও আলেম ওলামা কে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠিত করেছিলো। এই দলের একটা ঐতিহ্য আছে সেটাকে বজায় রাখতে হবে।
ধনবাড়ী পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন বলেন, ধর্মপ্রাণ মানুষকে সঠিক পথ প্রদর্শন করানোর জন্য ওলামা দল কাজ করুক। তাই দলকে সংগঠিত করার জন্য সঠিক মানুষকে বাছাই করুন।দলের স্বার্থে এবং ভবিষ্যতে যারা রাজপথে থাকবে তাদের খুঁজে বের করে দ্বায়িত্ব প্রদান করুন। শুধুমাত্র মিলাদ মাহফিল ও দোয়ার মধ্যে ওলামা দল সীমাবদ্ধ থাকুক সেটা আমরা চাই না।
পরিশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :