‘‘বিপ্লব ও সংহতি” দিবস উপলক্ষে কালীগঞ্জে বিএনপি’র বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
থানা বিএনপি’র সহ সভাপতি আলমগীর হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপি`র সভাপতি মাষ্টার হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানা বিএনপি`র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজামান খান লাভলু, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপি’র সভাপতি মো. আরমান মাষ্টার, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, পৌর যুব দলের আহবায়ক কায়েস ইসলাম, সদস্য সচিব রাশেদুল ইসলাম রিপন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রিপনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাই সকলকে সতর্ক থাকতে হবে। অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে এখনো সক্রিয়। জাতির স্বাধীনতা রক্ষার জন্য শপথ নিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতিদ্রæত অবাধ নির্বাচন দিতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সংসদ ও জনগণের সরকার গঠন করতে সরকারের প্রতি আহবান জানান। এসময় শোডাউনে আগত হাজার-হাজার নেতাকর্মীদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :