পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের শাত জন আহত হয়েছে। আজ শনিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, রনজিৎ দাস (৬০), রাধা রাণী (৪০), রাজীব দাস (২৬), সজীব দাস (২০), মধু মেম্বর (৬৫), আশিশ (৩০) ও আশিক (২৮)। এদেরমধ্যে আশিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যান্যদের বাউফল উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, জমি নিয়ে আপন দুই ভাই রনজিৎ দাস ও মধু মেম্বরের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই মধু মেম্বার ছোট ভাই রনজিৎ দাসের উপর হামলা করে। এসময় উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রসসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মধু মেম্বার জানান, তিনি ও তার পরিবারের লোকজন দীর্ঘ বছর ধরে বিএনপি করেন। এ কারণে তার ছোট ভাই রনজিৎ তার উপর ক্ষুব্দ ছিলেন। বিএনপি করার অপরাধে বিগত দিনে রনজিৎ তাকে ও তার দুই ছেলে আশিষ ও আশিককে কুপিয়ে জখম করে।
তবে রনজিৎ দাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের কোন লোক বড় ভাই মধু মেম্বারের উপর হামলা করিনি। আমার ভাই প্রথম হামলা করেছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :