জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট বাজারে বিএডিসি ও এসিআই সীডসের আলুর বীজের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে নওফেল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭ টায় কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজারে আলুর বীজের বাজার মূল্য মনিটরিং করার সময় প্রখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান নওফেল ট্রেডার্সের মালিক মো.নওফেল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
সম্প্রতি বাজারে এসব সীডের দাম সাধারণ কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী রাখা হয় বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে
তিনি বাজারদরের তুলনায় অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পেয়ে নওফেল ট্রেডার্সকে জরিমানা করেন।প্রতিষ্ঠানটি প্রতিবস্তা আলুর বীজ ৪০০ থেকে ৮০০ টাকা বেশি নিচ্ছিল, যা স্থানীয় কৃষকদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করেছিল।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলারদের সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দাম নির্ধারণ করছে। এর ফলে, সাধারণ মানুষের জন্য বাজারে আলুর বীজ ক্রয় অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা মনে করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা বাড়বে এবং কৃষকরা আরও সুষ্ঠু বাজারমূল্যে প্রয়োজনীয় পণ্য পেতে পারবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, “ব্যবসায়ীদের উচিত বাজারমূল্য অনুযায়ী পণ্য বিক্রি করা, না হলে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে, যাতে এই ধরনের অবৈধ ব্যবসা পুরোপুরি রোধ করা যায়।
এ ঘটনায় নওফেল ট্রেডার্সের মালিক মো.নওফেল ইসলাম অবিলম্বে দাম কমানোর আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সচেতন হওয়ার কথা জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :