কালীগঞ্জে ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউটের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ইনস্টিটিউট প্রাঙ্গনে দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক আবুল কালাম খান তুষারের সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন খান কচি মিয়া। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল হাসেম খান, মো. ফেরদৌস খান, নাজিম উদ্দিন আহমেদ, মাওলা আলী খান রাজীব, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, কবিতা আবৃতি, একক ও দলীয় অভিনয়, একক ও দলীয় নৃত্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবকদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বেসরকারী বৃত্তি "আমজাদ হোসেন স্বপন ফাউন্ডেশন" এর পক্ষ হতে শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬ জন মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :