লালমনিরহাট সদর উপজেলার রতিধর সেবাসমিতি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দিরে গত ১০১ বছর থেকে উৎযাপন হয়ে আসছে জগদ্ধাত্রী মাতার পূজা। আজ (রবিবার) সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্যে দিয়ে মন্দিরে ১০২ তম জগদ্ধাত্রী পূজা উদযাপনের সূচনা করেছেন জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটি। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন শেষে মন্দির প্রাঙ্গনে ১০২ জন ভক্তের কন্ঠে একসাথে গীতা পাঠ ও দামোদর দ্বীপদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে পূজা উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রতিধর সেবা সমিতি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দিরের সভাপতি বাবু হরি কুমার রায় বসুনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি বাবু গুরু চরণ রায়।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবহ অনিন্দ্য কুমার রায়। সভায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি হীরালাল রায়, সম্পাদক বাবু ধনঞ্জয় রায় মনমত, উপদেষ্টা তরনী কান্ত, মানিক রায়, পঞ্চগ্রাম ইউনিয়ন শাখার আহবায়ক বিপুল কুমারপ্রমূখ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রতিধর সেবা সমিতি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দিরে ১০২ তম জগদ্ধাত্রী মাতার পূজা আগামী মঙ্গলবার ভজনগীত, লীলাকীর্তনসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শেষ হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :