অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে ইসলামী ঐক্য জোটের মহাসচিব আল্লামা সাখাওয়াত হোসেন রাজী বলেছেন, বাংলাদেশকে একটি আদর্শিক রাষ্ট্র গড়ে তুলতে এই মুহূর্তে সংস্কার প্রয়োজন। মেধাবী ব্যক্তিদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে তাহলেই একটি আদর্শিক রাষ্ট্র গঠন করা সম্ভব। রাজনীতি শুধু মিটিং মিছিলের মাধ্যমে সীমাবদ্ধ নয়। দেশ চালাতে হলে মেধার বিকল্প নাই। একজন এমপি মন্ত্রী তার কি দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তাকে আগে বুঝতে হবে, সেজন্য তার শিক্ষা প্রয়োজন, মেধা প্রয়োজন।
আমরা সারাদেশে ইসলামীঐক্যজোট একটি গঠনমূলক রাজনৈতিক সংগঠন। যেটা প্রতিষ্ঠিত করে গেছেন সাবেক এমপি আল্লামা মুফতি ফজলুল হক আমিনী(রহঃ)। আমরা সেই আদর্শিক রাজনীতি করার লক্ষ নিয়ে সারাদেশে সংগঠনকে বেগবান করতে সাংগঠনিক কাজ করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছি।
তিনি রবিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর ও গোপালগঞ্জ এই পাঁচ জেলার ইসলামী ঐক্য জোটের প্রতিনিধিত্বশীল উলামাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম, দীর্ঘ ১৭ টি বছর ওলামায়ে কেরাম ফ্যাসিবাদ হাসিনা সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে আজকের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা আল্লামা আকরাম আলীর সভাপতিত্বে ও মাওলানা আহমাদ মাসরুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাইফুল্লাহ হাবিবি, মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি, ফরিদপুর জেলা প্রতিনিধি আল্লামা লিয়াকত আলী, মাদারীপুরের প্রতিনিধি আল্লামা ফারুক আহমেদ, শরীয়তপুরের প্রতিনিধি আল্লামা সিফাত মাহমুদ, গোপালগঞ্জের প্রতিনিধি মাওলানা মঈন উদ্দিন, রাজবাড়ীর প্রতিনিধি মাওলানা মোজাম্মেল হক,ফরিদপুর জেলা ইসলামী ঐক্যজোটের নেতা আল্লামা রুহুল আমিন রাহমানী প্রমূখ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :