AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাল দলিল বানিয়ে জমি দখল, শনাক্ত করে সাজা দিলেন এ্যাসিল্যান্ড


জাল দলিল বানিয়ে জমি দখল, শনাক্ত করে সাজা দিলেন এ্যাসিল্যান্ড

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল দলিল বানিয়ে জমি দখলের সাথে জড়িতে প্রতারক চক্রের দুই সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামের দিনেশ চন্দ্র সিংহের ছেলে নিরঞ্জন চন্দ্র সিংহ (৪৮) এবং একই গ্রামের হরসুন্দর সিংহের ছেলে যতিশ চন্দ্র সিংহ (৪৫)। তারা দুজনেই জাল দলিল তৈরি করে জমি দখলের অপরাধ স্বীকার করেছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন জানান, জাল দলিল তৈরি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধনতলা ইউনিয়নের সাগর চন্দ্র শীলের ৫ শতক জমি দখল নেয় চক্রটি। ভুক্তভোগী ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ জানালে তদন্তভার উপজেলা ভূমি অফিস কে প্রদান করে।

তদন্তের সময় দেখা গেছে, জাল দলিলটির  সম্পূর্ণ তথ্য বানোয়াট। দলিলে উল্লেখিত জমির মালিকানা সম্পর্কিত তথ্য এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করা অন্য দলিল নম্বরের সাথে এই দলিলের কোন মিল পাওয়া যায়নি। এমনকি বাংলা তারিখের সাথে ইংরেজি তারিখের মিল নেই।

‌এসব যাচাই বাছাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করলে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভূমি সংক্রান্ত বিষয়ে কেউ অসৎ পথ অবলম্বন করলে কঠোর শাস্তির সম্মুখিন হতে হবে বলে সচেতন করেন তিনি।‍‍`

জমির মালিক সাগর চন্দ্র শীল জানান, জমিটি দখল নেওয়ার সময় আমরা কাগজপত্র যাচাই করার জন্য ১ মাসের সময় চেয়েছিলাম। চক্রটি আমাদের কোন কথা শুনেনি। উল্টো মামলায় ফাসানোর জন্য নারীদের উলঙ্গ করে রেখে জমি দখল করেছে। অল্প সময়ে কোন দুর্ভোগ ছাড়াই এ্যাসিল্যান্ড অফিসে জমি বিরোধের সমাধান পেয়ে বেশ খুশি তিনি।

বালিয়াডাঙ্গী থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!