জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যে মেসার্স মা ডেকোরেটর, মেসার্স এসএমআর অনলাইন সার্ভার, আলম ষ্টোর ও আলতাফ ষ্টোরসহ প্রায় ৫টি দোকান পুড়ে ছাই যায়।
আগুনে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল পুড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, ব্যাংক ও ধারদেনা করে ব্যবসা করে আসছিলাম। ভয়াবহ আগুনে আমাদের স্বপ্ন ভেঙে গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :