দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বরমা কলেজ ছাত্রছাত্রী অভিভাবক সমাবেশ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টার সময় কলেজ অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপির )প্রেসিডেন্ট ডঃ কর্ণেল অলি আহমদ বীর বিক্রম প্রফেসর মাহামুদুর রহমান ও আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে বক্তব্য রাখেন ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোঃ ওমর ফারুক, গভর্নিং বডির সদস্য মাহমুদ বিন কাশেম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি ইমরান আল হোসাইন, উপজেলা এলডিপির সভাপতি সাবেক চেয়ারম্যান মোতাহের হোসেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আয়ুব কুতুবী, পৌর এলডিপির সভাপতি আইনুল কবীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহীম বাদশা শিক্ষক মণ্ডলী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশ প্রধান অতিথি ডঃ কর্ণেল অলি আহমদ বীর বিক্রম বলেন বরমা ব্রিটিশ আমল থেকে একটি ঐতিহাসিক এলাকা এখানে জম্ম গ্রহণ করেন ঢাকা বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাশেম সহ অনেক কৃতি মান পুরুষের জম্ম এই বরমায়। তাদের আলোয় আলোকিত হয়েছে এই বরমা। আমি যোগাযোগমন্ত্রী থাকাকালীন সময়ে চন্দনাইশে আভ্যন্তরীণ সড়ক গুলোকে যানবাহন চলাচল উপযোগী করে দিয়েছি।
এক সময়ে বরমা,বরকল সড়কটি সংস্কার বিহীন ছিল। বর্ষা মৌসুমে বাস চলাচল তো দুরের কথা ঠিক মতো মানুষ হাঁটাচলা করতে পারতো না সমস্ত যোগাযোগের ক্ষেত্রে চন্দনাইশে আমূল পরিবর্তন করে দিয়েছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি করে দিয়েছি। পটিয়া থানা থেকে চন্দনাইশে একটি নতুন থানা প্রতিষ্ঠা করে দিয়েছি। আজ সবাই তার সুফল পাচ্ছে। আমার রাজনীতি জীবনে ভুল ত্রুটি থাকতে পারে।
তবে চন্দনাইশে তথা দক্ষিণ চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন করেছি। আমার ছেলেকে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছি। আমার রাজনীতি পরবর্তী সময়ে আপনাদের দায়িত্ব পালনের জন্য। আমার ছেলে বা দলের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান।
প্রধান অতিথি অভিভাবক সমাবেশ উপস্থিত হলে উৎসব আমেজে কলেজ ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কৌশলাদি বিনিময় করেন কর্ণেল অলি আহমদ বীর বিক্রম।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :