ফরিদপুরের ভাঙ্গায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনা স্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে।
রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে নয়টার সময় ভাঙ্গা উপজেলা পরিষদ গোল চত্বরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ভাঙ্গার ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ তিনটি ককটেল বিস্ফোরণের আওয়াজে আমরা চমকে উঠি। তখন দেখি কিছু যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাচ্ছে। পরে পুলিশ এসে একটি তাজা ককটেল উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করি। আমার সঙ্গে পুলিশের একটি টিম ছিল। জানতে পারি কিছুলোক ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার সহ কিছু আলামত জব্দ করি। এ বিষয়ে ফরিদপুর থেকে সিআইডি ফরেন্সিক বিভাগ থেকে একটি টিম আসতিছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :