AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিনব কায়দায় বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০১:২২ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
অভিনব কায়দায় বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক

অভিনব কায়দায় রাতের আঁধারে একের পর এক চুরি হচ্ছে বিদ্যুতের মিটার। আধুনিক প্রযুক্তি নির্ভর উপায়ে আদায় করা হচ্ছে টাকা। দীর্ঘ দিন যাবত এই কায়দায় সংঘবদ্ধ চক্র এভাবেই অপকর্ম করে আসছে। ঝামেলা এড়াতে বাধ্য হয়েই শিল্প ও বানিজ্য বিদ্যুৎ গ্রাহকরা চোর চক্রের চাহিদা অনুযায়ী বিকাশ নম্বর টাকা পাঠিয়ে ফেরত নিচ্ছেন মিটার। 

সম্প্রতি গাইবান্ধার শিল্পাঞ্চলখ্যাত গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের বৈদ্যুতিক মিটার চুরির যেন হিড়িক পড়ে গেছে। কয়েকদিন আগে একটি বেসরকারি ব্যাংকের উপ শাখার মিটার চুরি হওয়ার পর টাকা দিয়েও মিটার ফেরৎ না পেয়ে গোবিন্দগঞ্জ থানা ও পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়েছে। ফলে ওই অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা। 

ইতোমধ্যে এ অভিযোগে থানায় এজাহার করেছে পল্লী বিদ্যুৎ সমিতি ও ভুক্তভোগী গ্রাহক।   

অভিযোগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে মহিমাগঞ্জ এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা ও ব্যাংকের একটি উপ-শাখাসহ বিভিন্ন গ্রাহকের প্রতিষ্ঠান থেকে প্রায় প্রতিরাতেই একর পর এক থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি যাচ্ছে। চুরির পর চোরেরা বীরদর্পেই খুলে নেয়া মিটারের বোর্ডে লিখে রেখে যাচ্ছে টাকা দেয়ার বিকাশ নাম্বারও। নিজ স্বার্থে অনেকটা গোপনেই সেই নাম্বারে টাকা পাঠিয়ে অনেকে মিটার ফেরৎ পাওয়ায় বিষয়টি তেমন সামনে না আসায় প্রতিদিনই চলছে এ চুরির ঘটনা। কিন্তু এখানকার একটি বাণিজ্যিক ব্যাংকের উপ শাখার মিটার চুরির পর টাকা দিয়েও মিটার ফেরৎ না পাওয়ায় তারা থানায় এজাহার করার পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষও অভিযোগ করেছে থানায়। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত চার নভেম্বর রাতে শাখা ভবনের মিটারটি চুরি হয়। সেখানে লেখা চিরককুটে দেয়া বিকাশ নাম্বারে ( ০১৯৯৪-১৮৫৯৮৫) তাদের সাথে কথার প্রেক্ষিতে ছয় হাজার টাকা দেয়া হয়। এই টাকা কম হয়েছে বলে চোরেরা আবার দুই হাজার টাকা বিকাশ করিয়ে নেয়। কিন্তু আট হাজার টাকা পাওয়ার পরও তারা মিটার ফেরৎ না দিয়ে আরও চার হাজার টাকা চায়। শুধু তাই নয়, টাকা না দিয়ে নতুন মিটার লাগালে আবারও তা চুরি করবে বলে হুমকি দেয় বলে অভিযোগে জানানো হয়েছে। এ প্রেক্ষিতে ব্যাংকের উপশাখা ব্যবস্থাপক গত ১০ নভেম্বর গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির মহিমাগঞ্জ সাব-জোনাল অফিসে ও গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই দিন একই অভিযোগে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির মহিমাগঞ্জ সাব-জোনাল অফিসের পক্ষ থেকেও গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। 

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির মহিমাগঞ্জ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো: মাহমুদুল ইসলাম জানান, গত এক সপ্তাহে মহিমাগঞ্জের একটি তেলের মিল, দুটি স-মিল, ওয়ালন্টন শোরুম এবং এনআরবিসি নামের একটি বেসরকারি ব্যাংকের উপশাখার বৈদ্যুতিক মিটার চুরি করেছে ওই চিরকুট চক্র। এর মধ্যে অনেকেই বিকাশে টাকা পাঠিয়ে ফেরৎ পেয়েছেন তাদের মিটার। অধিকাংশ গ্রাহকই অভিযোগ না করে গোপনে টাকা দিয়ে মিটার ফেরৎ নেয়ায় চক্রটির দৌড়াত্ম দিন দিন বেড়েই চলেছে। এদের হাত থেকে রক্ষা পেতে সচেতনতার পাশাপাশি মিটার সুরক্ষার জন্য বিভিন্ন সতর্কতামূলক পরামর্শ দেয়া হচ্ছে গ্রাহকদের। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এনআরবিসি ব্যাংকের এজাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, চক্রটিকে ধরতে তৎপরতা শুরু করা  হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!