নওগাঁর মান্দায় ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে আটক করা হয়েছে। আটককৃত সুমন (৪৩) উপজেলার ভারশোঁ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মেহের আলী মন্ডলের ছেলে। তিনি ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সোমবার বিকেল ৩ টার দিকে ভাঁরশো ইউনিয়ন পরিষদের কাজ শেষে পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে আসার সময় মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করে মান্দা থানা পুলিশ। এতে নেতৃত্ব দেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান। এসময় এসআই শামীম এবং ফজলুসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
আটক হওয়ার আগে অতীতের সকল কৃতকর্মের জন্য ক্ষমা ও দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন যে, “অতীতের সকল কৃতকর্মের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইলো। পাশাপাশি আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যেনো সৎ পথে চলতে পারি। আল্লাহ হাফেজ”।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, চাঁদাবাজি,অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে উজায়ের নবী নামে এক ব্যাক্তি মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :