কালীগঞ্জে অভিযান চালিয়ে ৪শ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে উজ্জ্বল ধরেন এর আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় উজ্জল ধরেনের স্ত্রী ববি মারিয়া গমেজ (৪০) কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ১৬।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উজ্জল দীর্ঘদিন যাবৎ তার গোপন আস্তানায় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। তারা স্বামী-স্ত্রী উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে উজ্জলের আস্তানায় পুলিশ অভিযান চালায়। এসময় ৪শ লিটার চোলাই মদ জব্দ করে যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা এবং মদ তৈরীর ৩শ লিটার কাচামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন প্রতিবেদককে মুঠোফোনে বলেন, মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :