সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল মাদরাসায় আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে পাননি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। পরে এক অফিস স্টাফকে উপস্থিত পেয়ে জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন মাদরাসা ছুটি হয়ে গেছে।
সোমবার (১১ নভেম্বর) এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিন রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার এসএম আকাশ বলেন, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল মাদরাসায় আকস্মিক পরিদর্শনে যান। সে সময় মাদরাসায় কোনো শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন না। শুধুমাত্র কয়েকজনকে মাঠে খেলাধুলা করতে দেখতে পান। এ সময় একজন অফিস স্টাফকে উপস্থিত পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মাদরাসা ছুটি হয়ে গেছে। তিনি অফিস কক্ষ খুলে দেন। মাদরাসা পরিদর্শন রেজিস্টার দেখতে চাইলে তা তালাবদ্ধ আছে এবং চাবি সুপারের কাছে আছে বলেও জানায় ওই অফিস স্টাফ। এসময় জেলা প্রশাসক হাজিরা খাতায় পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করে মাদরাসা ত্যাগ করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :