AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে পোকা মাকড় খেলো গরীবের চাউল


সরিষাবাড়ীতে চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে পোকা মাকড় খেলো গরীবের চাউল

জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্বে গরীবের এক মেঃ টঃ চাউল বিতরণ না করায় পোকা মাকড়ের জালে পড়ে নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় এমন চিত্র।

ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়ন এলাকায় চলতি বছরের জুলাই মাসে বন্যার্তদের জন্য এক মেঃ টঃ চাল বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়। কিন্তু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বাদের মধ্যে দ্বন্দ্ব থাকায় চালগুলো বিতরণ না করে পরিষদের কক্ষে বস্তাবন্দি করে রেখে দেয়। দীর্ঘদিন বস্তাবন্দি করে রাখায় বরাদ্দকৃত চালগুলো নষ্ট হয়ে গেছে। চাউলে ভিতরে সৃষ্টি হয়েছে যত চাউলে খেকো পোকা মাকড়। এখন একেবারেই চাউল গুলো নষ্ট হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে পড়ছে। এ নিয়ে সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মাহমুদ জানান, ‘পরিষদ নতুন দ্বায়িত্ব পেয়েছি। চেয়ারম্যান মেম্বারদের দ্বন্দ্বের কারনে চালগুলো বিতরণ করা হয়নি। চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। 

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, ‘চাল বরাদ্দের পর পরই জুলাই-আগস্টে আন্দোলন শুরু হয়। তার পর থেকে পরিষদে আমরা যেতে পারিনা। তাই বরাদ্দের চালগুলো বিতরণ করতে পারছিনা। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, ‘ডোয়াইল ইউনিয়ন পরিষদে শতাধিক বন্যার্তদ পরিবারের মধ্যে এক মেঃ টঃ চাল বরাদ্দ দেওয়া হয়। চালগুলো বিতরণ করা হয়েছিল বলে তাকে জানিয়েছিলেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন। কিন্তু এখনো বিতরণ করা হয়নি বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সাংবাদিকদের বলেন, ‘জুলাই মাসে পরিষদে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। বিতরণ না করে থাকলে এর দায় ইউনিয়ন পরিষদকে নিতে হবে। তদন্ত করে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!