মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার অবৈধ দুইটি ইটভাটা চলতি মৌসুমে আবারও চালু করা হয়েছে। পুরোদমে চলছে ইট তৈরি ও শুকানোর কাজ। কয়েকদিনের মধ্যেই শুরু হবে ইট পোড়ানো। আইন লঙ্ঘন করে এসব ইটভাটা লোকালয় ও ফসলি জমিতে নির্মাণ করা হয়েছে। এছাড়াও ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের প্রস্তুতি নিয়েছেন ভাটার মালিকেরা। এসব ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো শুরু হলে পরিবেশদূষণের পাশাপাশি ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইট পোড়ানোর জন্য বিভিন্ন প্রজাতির কাঠ সংগ্রহ করে ইটভাটায় স্তূপ করে রাখা হয়েছে। ভাটায় কাঠ পোড়ানো শুরু হলে ভাটার চারপাশের কৃষিজমি ক্ষতির মুখে পড়বে।
অভিযোগ রয়েছে, প্রতিবছর দুই-একটি অভিযান পরিচালনা করে জরিমানা করা হলেও স্থায়ীভাবে বন্ধ বা উচ্ছেদ করা হয়না এসব ইটভাটা। এছাড়া, ভাটার মালিকেরা পার্শ্ববর্তী মানুষের জমির ক্ষয়ক্ষতি করলে সে বিষয়ে একাধিকবার স্থানীয়রা অভিযোগ দিলেও রাজনৈতিক প্রভাবে সেগুলো ধামাচাপা দিয়েছেন তারা৷
স্থানীয়রা জানান, হরিরামপুরে মোট তিনটি ইটভাটা রয়েছে। ভাটাগুলো হলো-সততা ব্রিকস, আমিন ব্রিকস ও স্বাধীন ব্রিকস। এর মধ্যে চলতি মৌসুমে আমিন ব্রিকস বন্ধ থাকলেও পুরোদমে কাজ শুরু করেছে সততা ও স্বাধীন ব্রিকস। এর মধ্যে সততা ব্রিকসের মালিক বলড়া ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন খান কুন্নু। স্বাধীন ব্রিকসের কয়েকজন অংশীদার থাকলেও তাদের প্রধান উপজেলা আওয়ামী লীগের সদস্য শীতল চৌধুরী।
বুধবার (১৩ নভেম্বর) সরজমিনে সততা ও স্বাধীন ব্রিকসে দেখা যায়, অর্ধ শতাধিক শ্রমিক মাটি তৈরি, ইট প্রস্তুত ও কাঁচা ইট শুকানোর কাজ করছেন। ইট পোড়ানোর জন্য ট্রলিতে করে আনা হচ্ছে মণ মণ কাঠ। সেগুলো স্তুপ করে রাখা হচ্ছে। অথচ, ইটভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ। শ্রমিকরা জানান, স্বাধীন ব্রিকস তিন সপ্তাহ এবং সততা ব্রিকস এক সপ্তাহ আগে চালু করা হয়েছে। দুইটি ভাটায় ইট তৈরি, শুকানো চলছে। বৃষ্টি না হলে স্বাধীন ব্রিকসে ৭ দিনের মধ্যে এবং সততা ব্রিকসে ১৫ দিনের মধ্যে ইট পোড়ানো শুরু হবে।
শেরপুর থেকে স্বাধীন ব্রিকসে কাজ করতে আসা গিয়াস উদ্দিন জানান, তিনি দুই সপ্তাহ আগে কাজে এসেছেন। কাজ করবেন পুরো মৌসুম। তিনি বলেন, ভাটায় একবারে যে ইট পোড়ানো হয় তার চেয়ে বেশি ইট তৈরি হয়ে গেছে। এখন শুকিয়ে পোড়ানোর জন্য চেম্বারে সাজানো হচ্ছে। সপ্তাহখানেক পরেই পোড়ানো শুরু হবে।
সততা ব্রিকসের শ্রমিক পলাশ জানান, এখন সবেমাত্র ভাটা চালু হয়েছে। ইট তৈরি শুরু হয়েছে। সেগুলো শুকানোর পরে ইট পোড়ানো শুরু হতে এখনও ১৫ দিন লাগবে।
নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এক কৃষক বলেন, মাঝে মাঝে ভাটার ধোঁয়ায় প্রচুর দুর্গন্ধ হয়। তখন খেতে কাজ করতে গেলে শ্বাস নিতে কষ্ট হয়। এছাড়া, ভাটার কারণে পাশের জমিগুলোতে ধানের ফলন কম হয়।
স্বাধীন ব্রিকসের অংশীদারদের প্রধান শীতল চৌধুরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমি এবছর ইটভাটায় নেই। এবার দায়িত্বে আছেন সজিব, হান্নানসহ অন্যান্যরা। তারাই বলতে পারবে ভাটা সম্পর্কে। ভাটা থেকে তার নাম বলেছে বললে তিনি বলেন, আমি বিগত বছরে ছিলাম বলে হয়তো আমার নাম এসেছে। তবে প্রকৃতপক্ষে এবছর আমি কোন দায়িত্বে নেই। তবে, সরজমিনে গিয়ে সজিবকে পাওয়া গেলেও তিনি শীতল চৌধুরীর সাথে কথা বলতে বলেন।
সততা ব্রিকসের মালিক মোসলেম উদ্দিন খান কুন্নুকে ভাটায় গিয়ে পাওয়া যায়নি৷ তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়৷ বিএনপির একটি অনুষ্ঠানে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে৷ সেই মামলায় তিনিও আসামি। মামলার পরে থেকেই তিনি অনেকটা গা ঢাকা দিয়েছেন।
ভাটার ম্যানেজার স্বপন কুমার বণিক বলেন, চেয়ারম্যান কয়েকদিন ধরে ভাটায় আসেন না। তার মোবাইলও বন্ধ, আমার সাথে কথা হয় না। এবছর বৃষ্টির জন্য প্রায় এক মাস পিছিয়ে গেছি। ইট পোড়ানো শুরু হতে আরও ১৫ দিন লাগবে। চেয়ারম্যানের দুইজন পার্টনার আছে, আলমগীর হাজী আর নইমুদ্দিন-তাদের সাথে কথা বলতে পারেন।
মুঠোফোনে ভাটা চালুর বিষয়ে জানতে চাইলে আলমগীর হাজী বলেন, এক সময় ভাটায় আসেন। চা খামুনি, সামনাসামনি কথা বলুমনি।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী বলেন, আমার তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালিত হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :