কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় মোশাররফ হোসেন নামের এক সাব ঠিকাদার মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান (মেহেদী) এর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় তার নিজ কর্মস্থলে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত ১০-১৫ দিন থেকে মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান (মেহেদী) স্ট্যান্ডার্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের আমার সাব ঠিকাদার সাইডে চাঁদা দাবি করে আসছিল। আমি দিতে রাজি না হওয়ায় গত ১০ নভেম্বর আমার স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্সাস লিমিটেডের আমার কন্টাক্ট নেওয়া সাইডে মাহমুদুল হাসান (মেহেদী) ও তার সহযোগীরা এসে শ্রমিকদের কাজে বাঁধা দেয়। কি জন্য কাজ বন্ধ করবে জানতে চাইলে, আমার ছোট ভাই ও শ্রমিকদের ওপর চড়াও হোন। একপর্যায়ে তাদের ওপর মেহেদী ও তার সহযোগীরা হামলা চালায়।
এবিষয়ে আমি ওই দিন বিকেলে ঢুষমারা থানায় একটি চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ দায়ের করি। এখন মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও তার অনুসারীরা আমাকে অভিযোগ তুলে নিতে বার বার হুমকি দিয়ে আসছে। আর আমি যদি অভিযোগ না তুলি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি থানায় যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাচ্ছি না। আর থানা থেকে কোনো ব্যবস্থাও নিচ্ছে না। এখন আমি নিরাপত্তাহীনতায় দিনযাপন করছি। আপনাদের কাছে আমার দাবি আমি যেন এর সঠিক বিচার পাই।
এবিষয়ে ঢুষমারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোশাহেদ খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, গতকাল আমার অফিসার গিয়েছিল। সেখানে চাঁদা চেয়েছে তার কোনো সত্যতা নেই। আর কোনো ভয়ভীতিও দেখানো হয়নি। ওই এলাকায় দুই জনের আধিপত্য বিস্তার নিয়েই এমন কোন্দল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :