ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই শিশু কন্যাসহ মায়ের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাটুরা(সরকারবাড়ি) এলাকায় এই ঘটনা ঘটে। তারা হলেন, ঐ এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমীন আক্তার (২৬) ও তার শিশু সন্তান রওজা আক্তার (৫) ও নওরীন আক্তার (৩)। তবে তারা বিষপানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেশীরা জানান,বাড়ির লোকজনের কান্নাকাটির আওয়াজ পেয়ে তারা ঘটনাস্থলে যান।পরে দুই শিশু সন্তানসহ মা শারমীনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে বিষ খাওয়া অবস্থায় এক নারীকে আনা হয়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছু পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) তানবীর আহম্মেদ বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ তিনটি উদ্ধার করি। ময়নাতদন্ত কাজ চলছে। স্বামীসহ কয়েকজন তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এখন কাউকে খুঁজে পাচ্ছিনা। তবে প্রাথমিক ভাবে ধারণা করছি এটা আত্মহত্যা ঘটনা ঘটেছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :