মোল্লাহাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা ১৮০ কেজি ও পুশছাড়া ২০ কেজি সর্বমোট ২০০ কেজি চিংড়ি জব্দ করেছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুস সালাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে
বুধবার (১৩ই নভেম্বর) উপজেলার জয়ডিহি বাজার সংলগ্ন দাড়িয়াঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় উক্ত চিংড়ি এবং পুশের সাথে জড়িত সরঞ্জাম জব্দ করা হয়, কিন্তু চিংড়িতে পুশকারি দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
এরপর পুশকৃত চিংড়ি জয়ডিহি মৎস্য আড়তের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়।খাবার উপযোগী ২০ কেজি চিংড়ি ও চিংড়ি বহনকারী সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :